প্রকাশঃ ০৫ জুনe, ২০১৮ ০৯:২২:০৩
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০১:৫১:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা শহীদ আবদুর রশীদের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পৌরপার্ক এলাকায় মরহুমের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ যুব ইউনিয়ন রাঙ্গামাটি জেলা শাখা।
পরে শহীদ আবদুল রশীদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক কমল দে, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত:, ১৯৮৯ সালের ৪জুন সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিজ অফিসের সামনে নিহত হন বীর মুক্তিযোদ্ধা আবদুর রশীদ। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী বাংলাদেশ যুব ইউনিয়নসহ অন্যান্য সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথেও যুক্ত ছিলেন তিনি।এছাড়া তিনি লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।