মুজিববর্ষে মোদিকে প্রতিহতের আহ্বান ছাত্র ইউনিয়নের

প্রকাশঃ ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২৯:৩৭ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০২:১৭:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মুজিব শতবর্ষের  অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিহতের আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী সমাবেশে এ আহ্বান জানান বক্তারা।

প্রতিবাদী সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ নিউটন, দপ্তর সম্পাদক তাহমিনা আক্তার, সদস্য সুমন চাকমা। সমাবেশ সংহতি জানিয়ে বক্তব্য দেন, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা কৃপায়ন ত্রিপুরা। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গুজরাটের সেই দাঙ্গাবাজ মোদী এবার দিল্লিতে সিএএ নামে সাম্পদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। এই দাঙ্গাবাজ সাম্পদায়িক মোদিকে বাংলাদেশে মুজিববর্ষে আনা হলে এদেশের প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনাকে অশ্রদ্ধা করা হবে। এসময় তারা 'সাম্প্রদায়িক মোদি'কে মুজিববর্ষে প্রতিহতের জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।