খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি আঞ্চলিক এস এম ই পণ্য মেলা শুরু

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫:১১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০১:২৪:২৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি আঞ্চলিক এস এম ই পণ্য মেলা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের বেকারত্ব দূর করতে সকলপ প্রকার উদ্যোগ নিয়েছে। ক্ষুদ্র ও মাঝারী শিল্প কারখানা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষকে এগিয়ে নিতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় সরকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাজের মাধ্যমে সাদারণ মানুষের মাঝে সকল কাজের বার্তা পৌঁছে দিচ্ছে।

মেলায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, এস এম ই প্রযুক্তি উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক খালেকউজ্জামান তালুকদার।  
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল্লাহ মারুফ’র সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বারের সহ-সভাপতি হাজী মোঃ কাশেম  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।