নাইক্ষ্যংছড়ির ১ কোটি ৫০লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:০৪:৪২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:০০:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। কক্সবাজার-টেকনাফ সড়কের লিংকরোড মুহুরীপাড়া এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ডাম্পার গাড়িও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার মো. মনসুর আলীর ছেলে মো. ফয়েজ উল্লাহ মেম্বার ও একই এলাকার রশিদ আহম্মেদের ছেলে মো. আব্দুল গফুর ড্রাইভার।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, ‘মুহুরীপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আর তারা ডাম্পার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করছিল। পরে ওই গাড়িটি তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা হবে বলেও জানান।