রাবিপ্রবিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:৩৯:২১ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৭:৫৭:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২০" উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

একুশে ফেব্রুয়ারি'র প্রথম প্রহরে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয়  ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ৭টায় আবাসিক হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।