অসহায় অর্ণব তঞ্চঙ্গ্যার চিকিৎসার দায়িত্ব নিলো সেনাবাহিনী

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫৩:০৪ | আপডেটঃ ০৪ মে, ২০২৪ ০৪:৫৪:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার, আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাথিংঝিড়ি পাড়ার  কুলিন তঞ্চঙ্গ্যা ও মানতি তঞ্চঙ্গ্যার ছেলে অর্ণব তঞ্চঙ্গ্যা। বয়স:৬বছর। রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্র ছিল অর্ণব তঞ্চঙ্গ্যা।

ছোট বেলায় ফোড়া থেকে আস্তে আস্তে বড় হতে থাকে ফোড়াটি, বর্তমানে খুবই খারাপ অবস্থা অর্ণব তঞ্চঙ্গ্যার।

এক বার এক ক্লিনিকে অপারেশন করান, টাকার অভাবে দিন মজুর কৃষক বাবার পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না বলে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে দেন। বিষয়টি বান্দরবান সেনা জোনের নজরে আসলে হাসপাতালে গিয়ে অর্ণব তঞ্চঙ্গ্যার চিকিৎসার প্রক্রিয়া শুরু করে বান্দরবান সেনাবাহিনী।

সেনাবাহিনীর এই সহযোগিতা পেয়ে অর্ণব তঞ্চঙ্গ্যার মা  মানতি তঞ্চঙ্গ্যা খুশিতে কেঁদে ফেলেন। তিনি বলেন আমি সেনাবাহীনির প্রতি চির কৃতজ্ঞ, আমার সামর্থ্য ছিল না আমার সন্তানের চিকিৎসা করানো । সৃষ্টিকর্তা সেনাবাহিনীর  মঙ্গল করুক।