রাঙামাটিতে ৩দিনব্যাপী বই মেলা শুরু

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:১৭:৩১ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০৯:১৭:০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে ৩দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী বিভাগের সদস্য সচিব জাকির হোসেন আকন্দ। এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বই মেলা উদ্বোধন শেষে মেলার ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।

এবার ২১ বই মেলায় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের  সহধর্মীনি সাবিনা ইয়াসমিন এর ““আত্মউন্নয়নে আধ্যাত্মিকতা” শীষক বই প্রকাশিত হয়েছে। বইটি রাঙামাটির বই মেলায় পাওয়া যায়। এ বইয়ে সকল পাঠক বিশেষ করে আধ্যাত্মিক পথের যাত্রীরা পাবেন রহস্যময় ভিন্ন জগতের বিমূর্ত এক শৈল্পিক আনন্দ। যেখানে কাব্য আছে, রং আছে, নান্দনিকতা আছে, আছে অবচেতনের সুক্ষ কারুকাজ। অনেকটা নকশি কাথার বুননের মতো। যার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে মনজগতের আধ্যাত্মিক চেতনার সাহিত্য “আত্মউন্নয়নে আধ্যাত্মিকতা”


মেলায় বিভিন্ন প্রকাশনীর  ১৭টি ষ্টল অংশগ্রহণ করে।