প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৩:১০
| আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:০৬:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার শহীদ আব্দুল আলী একাডেমী বর্তমান চ্যাম্পিয়ান মুজাদ্দেদ আল ফেসানী একাডেমীকে ১৬৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক ধাপ এগিয়ে রয়েছে।
সকালে টসে জয়লাভ করে মুজাদ্দেদ আল ফেসানী একাডেমী, শহীদ আব্দুল আলী স্কুলকে ব্যাটিংয়ে পাঠায়।শহীদ আব্দুল আলী একাডেমীর রিটন ত্রিপুরার অনবদ্য ৯০ বলে ১০৫ রানের উপর ভর করে ২৫০ রানের বড় স্কোর দাড় করায়। রিটন ত্রিপুরা এর আগের ম্যাচে লের্কাস স্কুলের সাথে অর্ধশত করেছিলো।
বিরতির পর বর্তমান চ্যাম্পিয়ান মুজাদ্দেদ আল ফেসানী ২৫১ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২০.১ ওভারে ৮৬ রানে অল আউট হয়ে ১৬৪ রানের বিশাল পরাজয় বরন করে নেয়। শাকিল ৪ ও রিটন ত্রিপুরা ২ উইকেট নিয়ে শহীদ আব্দুল আলী একাডেমীর জয় সহজ করে দেয়।