প্রকাশঃ ০৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৬:০৫
| আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:৩২:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ উশু ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার উশু উপ-পরিষদের ব্যবস্থাপনায় ০৬-২৬ ফেব্রুয়ারী ২০ দিনব্যাপী উশু প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকালে রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উশু ফেডারেশনের সাধারন সম্পাদক দুলাল হোসেন, বরুন বিকাশ দেওয়ান,আবদুস সবুরসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারন পরিষদের সদস্যবৃন্দ,কোচ ও কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য ও উশু উপ-পরিষদের সদস্য সচিব নাছির উদ্দিন সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উশুতে আন্তর্জাতিক সাফল্য ও তার সম্ভাবনা প্রশিক্ষনার্থীদের সামনে তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে শারীরিক কাঠামোর কারনে উশুসহ অন্যান্য ক্রীড়াতে জাতীয় পর্যায়ে খেলোয়ার তৈরীতে বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।