রাঙামাটিতে চাকমা ও পাংখো নারীদের হস্তশিল্প প্রদর্শনী

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২০ ০২:০৮:৪০ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৪:২৩:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে চাকমা ও পাংখো জনগোষ্ঠীর দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে শহরের আশিকা মিলনায়তনে এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা।

এ প্রদর্শনী মেলা চাকমা ও পাংখো নারীদের হাতে বুনা বিভিন্ন হস্তশিল্প স্থান পায়। অধিকাংশ ছিল নারীদের  হাতের বানানো পরিধেয় বস্ত্র, অলংকার ছাড়াও বাঁশ বেতের বুনা হস্তশিল্প। এসব হস্তশিল্প দেখতে ও ক্রয়ে ভিড় করেছেন দর্শনার্থীরা। দিনব্যপাী এ মেলায় সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ প্রদর্শনীর উদ্যোক্তা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা জানান, মুলত চাকমা ও পাংখো জনগোষ্ঠীরে হস্তশিল্প মিলবন্ধনে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যেমে একে অপরের হস্তশিল্প সম্পর্কে জানা যাবে। এতে করে এ শিল্প আরো উন্নয়ন হবে।