উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২০ ১০:৫৩:৪১ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৮:০০:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নতুনদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব অনন্ত সিং চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং কলেজের সিনিয়র প্রভাষক লালন চাকমা ও মো: কবির । স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা,উগলছড়ি উচ্চ বিদ্যালয়।

এতে আরো বক্তব্য রাখেন,মোঃ ওসমান গনি। অনুষ্ঠানে মানপত্র পাঠ করে কুসুমিকা চাকমা ও আদর্শী চাকমা। এর আগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে  নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক প্রদান করা হয়।