খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় গরিব, দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২০ ০৬:৫৪:৪৭ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৬:২৮:৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার ২ হাজার অসহায়, গরিব, দুস্থ পরিবারের মাঝে  আজ সোমবার সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি পৌর ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন ২২ বীরের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুল ইসলাম, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দেবনাথ, কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি তপন কান্তি দে প্রমূখ।

খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেরেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেব প্রধান অতিথির বক্তব্যে জোন কামান্ডার বলেন- শান্তি সম্প্রীতি ও উন্নয়নে খাগড়াছড়ি জেলার মানুষ উদারতার কোন কমতি নেই। বাংলাদেশ সেনা বাহিনী এই সম্প্রীতির সেতু বন্ধনে থাকতে চায়। তিনি এ সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, অসহায় মানুষদের মাঝে সদর জোনের জোনের এ কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলেও অব্যাহত থাকবে।