শিশুদের মাঝে খেজুর বিতরণ

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২০ ০৩:৫২:১৬ | আপডেটঃ ১১ মে, ২০২৪ ০৩:২৫:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে স্কুল ফিডিং এর প্রোগ্রামের অংশ হিসেবে আজ সোমবার সাপছড়ি ইউনিয়নের বড় পাড়া কেন্দ্রে শিশুদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাস্টটেনেবল সোসাল সার্ভিস এর সহায়তায় ও আশিকা ডেভেপ্টমেন্ট এসোসিটের উদ্যোগে খেজুর বিতরনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। বক্তব্যে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জহরা, ওয়াল্ড ফুড প্রোগ্রামের রাঙামাটির কর্মকর্তা ইলোরা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাস্টেনেবল সোসাল সার্ভিস এর পরিচালক জানে আলম, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত সাপছড়ি ইউনিয়নের বড় পাড়া কেন্দ্রের শিশুদের মাঝে কাতার সরকারের দেয়া খেজুর বিতরণ করেন।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় স্কুল ফিডিং এর প্রোগ্রামের অংশ হিসেবে কাতার সরকার ১৫৮ মেট্রিক টন খেজুর বরাদ্দ দেয়। এর মধ্যে রাঙামাটি জেলায় ১৪শ ৯২ পাড়া কেন্দ্রের প্রায় সাড়ে ১৩ হাজার শিশুদের ২৪ দশমিক ৫৮ মেট্রিক টন খেজুর বিতরণ করা হবে।