রাখাইন পল্লীতে বেআইনী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২০ ০৩:৪৯:৫৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৮:১৩:৩৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে সুপার ডাইক নির্মাণে কক্সবাজারের চৌফলদন্ডী রাখাইন পল্লীতে বেআইনী ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায় ও বামপন্থী সংগঠনগুলো। সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের চৌফলদন্ডীতে উপকূল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণ হলে ৪ শত বছরের পুরানো রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির ও শশ্মান উচ্ছেদ হবে।  এতে রাখাইন সম্প্রদায় বিলুপ্তের পাশাপাশি অনেক পরিবার নি:স্ব হয়ে যাবে। মানবিক দিক বিবেচনা করে চৌফলদন্ডীর পরিবর্তে অন্য স্থানে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের আহ্বায়ক শাহাদত হোসেন, বাসদ খাগড়াছড়ি শাখার সমন্বয়ক কবির হোসেন ও ক্যচিন রাখাইন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মানবন্ধন শেষে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।