গুইমারায় বালু মহলে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২০ ১২:৩৭:২৬ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৬:৩৯:৫৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকার অর্থদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে গুইমারার তৈকর্মা পাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসু দেব কুমারের ভ্রাম্যমান আদালত ১ লক্ষ টাকার অর্থদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি বালু উত্তোলনের কাছে ব্যবহৃত ভেকু মেশিনের চালক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসু দেব কুমার বলেন, ভেকু মেশিন ও ড্রেজার ব্যবহার করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ভেকু মেশিন চালককে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গুইমারা উপজেলার বিভিন্ন ছড়া-খালের পাড় থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে হুমকিতে পড়েছে ওই এলাকার ফসলি জমিসহ বিভিন্ন এলাকা। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে জনসাধারণ কোন কথা বলতে পারছে না বলে অভিযোগ উঠেছে।