ত্রিপুরা কিশোরী হত্যা ও ধর্ষনের প্রতিবাদে রুমায় মানববন্ধন

প্রকাশঃ ২৮ মে, ২০১৮ ১০:১৮:৪৬ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ০৭:৩০:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে গত ১৮মে দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের পর হত্যা করায় এর যথাযথ বিচারের দাবিতে বান্দরবানে রুমা উপজেলা সদরে মানববন্ধন করেছে ত্রিপুরা কল্যাণ সংসদ ও রুমা উপজেলা সচেতন নাগরিক ফোরাম ।

সোমবার ২৮ মে সকালে বান্দরবানের রুমা সদর উপজেলা হরি মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,ঘটনার সাথে জড়িত আবুল হোসেনসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে, অন্যথায় পাহাড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তারা দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণের পর হত্যা করায় এর যথাযথ বিচারের দাবী জানান এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রুমা উপজেলা পরিষদে চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম,৩নং রেমাক্রি প্রাংসা সাবেক চেয়ারম্যান ইউ জিন ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুবাস ত্রিপুরা, রুমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সার্ক মানবাধিকার সাধারণ সম্পাদক উ:নাইন্দিয়া থের,শিক্ষক গর্ডেন ত্রিপুরা ও বিয়েল ত্রিপুরা,পল ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।