রাঙামাটির পিসিপির নেতৃত্বে মিলন কুসুম ও জগদীশ চাকমা

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২০ ১২:৩২:৩২ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০২:৪৫:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী ও চুক্তি বিরোধীদৈর প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র যুব সমাজ বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি পাহাড়ী ছাত্র পরিষদের ২২তম প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনষ্টিটিউটে পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি রিন্টু চাকমার সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি উষাতন তালুকদার। এতে পাহাড়ী ছাত্র পরিষদের সহ সাধারন সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারন সম্পাদিকা দেবশ্রী তঞ্চঙ্গ্যা, পার্বত্য যুব সমিতির সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, পাহাড়ী ছাত্র পরিষদের সহ সভাপতি সুমন মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দ্বিতীয়ার্ধে কাউন্সিল অনুষ্ঠিত হয়, এতে সর্ব সম্মতিক্রমে পাহাড়ী ছাত্র পরিষদের নতুন সভাপতি মিলন কুসুম তংচঙ্গ্যা, সাধারন সম্পাদক জগদীশ চাকমা এবং ইয়ারাউ ম্রো সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে রাঙামাটির ১০ উপজেলা থেকে প্রায় ৩৫০জন নেতা কর্মী কাউন্সিলে অংশগ্রহণ করেছেন।