দুই ত্রিপুরা কিশোরী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে থানচিতে মানববন্ধন

প্রকাশঃ ২৭ মে, ২০১৮ ১০:২৪:৫৬ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ১১:২৩:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে গত ১৮ মে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবীতে বান্দরবানের থানচি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
রোববার সকালে বান্দরবানের থানচি উপজেলা  পরিষদ কার্যালয়ের সামনে ত্রিপুরা কল্যান সংসদ থানচি উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়।

এসময় একটি বিক্ষোভ মিছিল থানচি বাজারের বিভিন্ন অংশে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে সমবেত হয় ।

এসময় ত্রিপুরা কল্যান সংসদের বোনক্টিট ত্রিপুরা,নসরাং মাষ্টার, অন্তিমা  ত্রিপুরা, সচেতন নাগরিক সমাজের থুইমংপ্রু  মার্মা, মেমং প্রু মার্মা, ছাত্র সমাজের পক্ষে নুমং প্রু মার্মা সহ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য  রাখেন।

সমাবেশে বক্তারা, চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করায় প্রশাসনের কাছে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী করেন এবং ঘটনার সাথে জড়িত আবুল হোসেনসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।