দীঘিনালার সাংবাদিক পলাশ বড়ুয়া’র পিতৃবিয়োগ

প্রকাশঃ ২৬ মে, ২০১৮ ০৯:২০:৪০ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০৯:৩৮:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দীঘিনালার সাংবাদিক পলাশ বড়ুয়া’র পিতা স্বদেশ বড়ুয়া (৭২) শনিবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথম আলো’র দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া’র পিতৃবিয়োগে খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি চেম্বারের ভাইস-চেয়ারম্যান হাজী মো: কাশেম, তরুণ আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, দীঘিনালার বিশিষ্ঠ শিক্ষানুরাগী হাজী মো: জসিমউদ্দিন, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সভাপতি তপন কান্তি দে, সা: সম্পাদক মো: শওকতুল ইসলাম, খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি:-এর সভাপতি মনতোষ ধর, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম-এর সভাপতি দুলাল হোসেন এবং দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

সিএইচটি টুডে ডট কম পরিবার এবং রাঙামাটি রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে  সাংবাদিক পলাশ বড়–য়ার পিতৃবিয়োগে শোক প্রকাশ করা হয়েছে।

শনিবার বিকেলে দীঘিনালা সদরস্থ পারিবারিক শ্মশানে তাঁকে দাহ করা হয়।