রাঙামাটিতে খোলা বাজারে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০১৯ ০৬:৩৩:২১ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০৫:২১:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’এর (টিসিবি) পেঁয়াজ খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। সারিতে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে পেঁয়াজ কিনছেন, ভোক্তারা।

মঙ্গলবার থেকে শহরের রিজার্ভবাজার, তবলছড়ি ও রাঙামাটি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় খোলা বাজারে প্রতি কেজি ৪৫ টাকায় এসব পেঁয়াজ বিক্রি করছেন ডিলাররা। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ডিলাররা পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন।

রিজার্ভবাজারে ট্রাক থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন, ডিলার মো. ইউনুচ। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর উত্তম  কুমার দাশ, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। প্রত্যেক দিন ন্যায্য মূল্যে জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ সরবরাহ করা হবে বলে জানান, ডিলার মো. ইউনুচ।