রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৯ ০৭:০৮:৫১ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৭:১৭:২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় বেগম রোকেয়ার জীবন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পদ প্রর্দশক বেগম রোকেয়া, তিনি লিখনির মাধ্যমে নারী জাতিকে জাগ্রত করে গেছেন।

তারা আরো বলেন, নারীরা  ঘরে বসে থাকার জন্য  জন্মেনি  আজ বাংলাদেশের নারীরা পুরুষরে সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে, সফলতার সাথে সকল দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের দেশে নারীদের দৃষ্টিভঙ্গীর অনেক পরিবর্তন ঘটেছে। নারী পুরুষ সবাই মিলে মিশে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে।