লামায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫৯:১৭ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:৫৪:৪১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় এক দিনমজুর সর্বস্বান্ত হয়েছেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বসতবাড়ি ও ঘরের সব মালামাল। ক্ষতিগ্রস্ত ওই দিনমজুরের নাম মো. সোলেমান (৬০)। সে পূর্ব শিলেরতুয়া গ্রামের মৃত শাহেব আলীর ছেলে।

গ্রামবাসীর সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দিনমজুর সোলেমানের মাটির বাড়িতে রান্না ঘরের চুলা হতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে তার বসতবাড়িতে। মুহুর্তে সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাড়িতে রাখা ধান, চালসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে আগুনের খবর পেয়ে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, সাথে সাথে লামা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে জনতার সাথে কাজ করে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে সর্বস্বান্ত হয়ে যায় দিনমজুর মো. সোলেমানের পরিবার।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু তাহের দুঃখ প্রকাশ করে বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় কোন মালামাল বের করতে পারেনি মো. সোলেমান এর পরিবার।

লামা ফায়ার সার্ভিসের টিম লিডার সব্যচাষী বড়–য়া বলেন, স্থানীয় জনতার সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি,পরিবারটি একেবারে সর্বস্বান্ত হয়ে গেছে ,আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।