লংগদুতে জেলা প্রশাসকের ব্যস্ত সময় পার

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০১৯ ১২:৫৭:০১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:১৩:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদু উপজেলায় আজ শুক্রবার বন্ধের দিন বিভিন্ন কর্মসুচীতে ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। আজ লংগদু সফরকালে তিনি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫৪ জন ভিক্ষুকের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ,  গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর,  আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির উঠান বৈঠকে যোগদান,  লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেল পরিদর্শন, লংগদু থানা পরিদর্শন এবং  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন অবহিতকরণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করেন।

লংগদু উপজেলা হলরুমে পূনবার্সন সামগ্রী বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এর সভাপতিতে জেলা প্রশাসক ছাড়াও   এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের প্রতিনিধি ক্যাপ্টেন  রিজওয়ান, লংগদু থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু সহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুর্নবাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মামুনুর রশীদ  বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিকল্পিত ভাবে দেশকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন উদ্যেগ গ্রহন করেছেন। যার মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং মধ্যম আয়ের দেশে পরিনত করা। তারই আলোকে বর্তমানে খুব সহজেই দর্গম এলাকার মানুষ ৩৩৩ ও ৯৯৯ কল দিয়ে সমস্যার কথা বললে তা প্রশাসনে দ্রুত পদক্ষেপ গ্রহন করছে। তাছাড়া বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশে উন্নতি হয়েছে তারপরেও কেন ভিক্ষাবৃত্তি চলবে এজন্য ভিক্ষাবৃত্তি বন্ধ করার লক্ষ্যে ভিক্ষুক পূনবার্সন কর্মসুচী হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে ভিক্ষাবৃত্তি কমে যাবে।

তিনি আরো বলেন উন্নয়নের পূর্বশর্ত হলো এলাকার শান্তি-শৃংখলা এলাকায় শান্তি-শৃংখলা বজায় থাকলে উন্নয়ন তরান্বিত হবে।