খাগড়াছড়িতে পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ড

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০১৯ ০৪:০৫:২০ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৪:০০:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পিতা হত্যার দায়ে পুত্র এরফান আলী(২৯)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। বুধবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন।

২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী খাগড়াছড়ির রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে এরফান আলী নিজ ঘরে পিতা জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।  মাদক সেবনের টাকা না  পেয়ে বাবাকে হত্যা করে এরফান। এঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামী করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।