খাগড়াছড়িতে ৪দিন ব্যাপী আয়কর মেলা শুরু

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০১৯ ০৬:০০:৫০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:২২:২৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “কর প্রদানে স্বতঃফুর্ত অংশগ্রহণ নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন এই প্রতিপাদ্যেকে সামনে রেখে খাগড়াছড়িতে শনিবার থেকে ৪দিন ব্যাপী এই আয়কর শুরু হয়েছে।

শনিবার সকালে  খাগড়াছড়ি অরুণিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম কর অঞ্চল -৩ কমিশনার মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে   প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি ছিলেন  ঢাকা বিসিএস কর একাডেমী মহাপরিচালক মোঃ লুৎফুল আজীম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান  পিপিএম সেবা,  সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ কাশেম, প্রেসক্লাবে সভাপতি জীতেন বড়ুয়া।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বোর্ড আয়কর মেলা আয়োজনের মূল উদেশ্য হল, দেশের জনগণকে আয়কর দেওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করা, কর ভীতি দুর করা । জনগণ আয়কর দিলে, সেই আয়কর টাকা দিয়েই দেশের উন্নয়ন, সমৃদ্ধী অর্জন করা সম্ভভ হবে।
অনুষ্ঠানে খাগড়াছড়ির বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, ব্যাংক প্রতিনিধি, রাজনীতি দলীয় নেতা কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং  এলাকার গন্যমান্য  ব্যক্তি উপস্থিত ছিলেন।

মেলায় ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ আয়করদাতারা নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।