নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০১৯ ০৩:০৪:২১ | আপডেটঃ ২০ মে, ২০২৪ ০৭:১৭:৩০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাকারবারীর গুলিতে বিজিবি’র ২ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ বিজিবির সদস্যরা হলেন সিপাহী মৃত্যুঞ্জয় ও সিপাহী ফরিদ ইসলাম।

জানা গেছে, সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় চোরাকারবারীরা মাদকসহ বিভিন্ন পন্য আনার সময় বিজিবিকে দেখে তারা গুলি ছুড়ে, এসময় বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ হলেও চোরাকারবারিদের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আহতদের মধ্যে সিপাহী মৃত্যুঞ্জয়কে কক্সবাজারের রামু সিএমএইচ এবং সিপাহী ফরিদুল ইসলামকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া  হয়েছে।