তপোসুর সাংস্কৃতিক একাডেমীর গুণীজন সংবর্ধনা

প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০১৯ ০৭:০৭:৫৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০১:৩৮:০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সামাজিক সংগঠন তপোসুর সাংস্কৃতিক একাডেমী তিনজন গুণী ব্যাক্তিকে সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বার্ষিক সংগীত পরীক্ষার সনদপত্র বিতরণ করেছে।

আজ শনিবার বিকালে রাঙামাটি শিশু একাডেমীতে জাতীয় সঙ্গীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলেন মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া। এরপর চিত্রাংকন প্রতিযোগিতা ও ক্ষুদে শিক্ষার্থী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

তপোসুর সাংস্কৃতিক একাডেমীর সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক অনিবার্ণ বড়ুয়া।

তপোসুর সাংস্কৃতিক একাডেমী বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজ নিরুপা দেওয়ান, বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুনীল কান্তি দে এবং বিশিষ্ট উন্নয়ন কর্মী ও সাংস্কৃতিক সংগঠক জান-ই-আলমকে গুনীজন হিসেবে সংবর্ধনা প্রদান করে।