বান্দরবানে আমন ধানের ফলন বৃদ্ধির লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০১৯ ০৭:১১:২৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:০৮:১৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ব্রি ধান ৮৭ জাতের আমন ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার সহযোগীতায় এবং  বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর এর আয়োজনে  সদর উপজেলার রাজবিলা ইউনিয়নো উদালবনিয়া এলাকায় আমন ধান জাত ব্রি ধান ৮৭ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় মাঠদিবসে উপস্থিত থেকে কৃষকদের নতুন আমন ধান জাত ব্রি ধান৮৭ এর উপর বিশদ ধারণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর  এর প্রকল্প পরিচালক ড.সাইফুল ইসলাম। এসময় মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মোঃ ওমর ফারুক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুর  এর   উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান ও মীর সানি সহ বান্দরবানের  কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ৫০ জন কৃষক কৃষাণি।

এসময় বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক বলেন, শস্যকর্তনে দেখা যায় যে নতুন ব্রি ধান৮৭ এর ফলন ৬ মেট্রিক টন হেক্টর প্রতি। এসময় তিনি আরো বলেন,সুষ্ট পরিচর্যার মাধ্যমে ফলন আরো বাড়ানো সম্ভব, কৃষকরা ফলন দেখে খুশি।

মাঠ দিবসে ব্রি ধান ৪৯, ব্রি ধান৭১, ব্রি ধান ৭৫ এর চেয়ে ফলন ভালো হওয়ায় আগামী আমন মৌসুমে ব্রি ধান৮৭ এর আবাদ সম্প্রসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মোঃ ওমর ফারুক।