ঢাকায় নিহত পপি ত্রিপুরা হত্যার বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০১৯ ১২:০১:১২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ১২:৪০:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। গত ১৮ অক্টোবর ঢাকার গুলশানে প্রাইভেট কার চাপায় বান্দরবান সরকারী কলেজ এর ছাত্রী পপি ত্রিপুরা লিয়ানা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ রোববার বান্দরবানের থানচি উপজেলায় মানববন্ধন করা হয়।

মারমা, ম্রো, ত্রিপুরা, বাঙালিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে জেলার থানচি উপজেলা গোল ঘর চত্তরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা প্রাইভেট কার চালককে সর্বোচ্চ শাস্তির দাবী করেন, ইতিমধ্যে পুলিশ গাড়ি চালককে আটক করায় তারা সরকারকে ধন্যবাদ জানান।

মানববন্ধনের বক্তব্য রাখেন নিহত পপি ত্রিপুরা'র বাবা এ্যড্রোজয় ত্রিপুরা, নসরান মাস্টার, আবু নোমান, কুবলি মারমা, মালিরাং মারমা, রেংচিং ¤্রােসহ অনেকে। এসময় শতাধিক স্থানীয় উপস্থিত ছিলেন।
পপি ত্রিপুরা পড়ালেখার খরচ যোগানের জন্য ঢাকার একটি বউটি পার্লারে কাজ করতেন।