কংচাইরী পাড়ায় আদর্শ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০১৯ ০৯:০৮:৩৭ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০১:১২:৫০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার  বিহারে বিহারে কঠিন চীবর দান উৎসব পালন করছে বৌদ্ধ সম্প্রদায় মানুষেরা। গতকাল বুধবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে পটঠান পাঠ ও  দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করা  হয়েছে।

এ উপলক্ষে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পানীয় দান,কল্পতরু দান করা হয়। দুর দূরান্ত থেকে আসাশতশত পূণ্যার্থীর  উদ্যেশ্যে ধর্ম দেশনা দেন বৌদ্ধ ভিক্ষুরা। পরে জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।

এদিকে কংচাইরী পাড়া আদর্শ বৌদ্ধ বিহারের নিরাপত্তার জন্য পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে  ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সীমানা প্রাচীরের উদ্ভোধন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ।

এ সময় ভিক্ষু এসোসিয়েশন অব বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি ভদন্ত সুভনা মহাথের, পাড়া উন্নয়ন কমিটি সভাপতি মংশি মারমা, মহিলা আওয়ামীলীগের নেত্রী বাশরী মারমা, বিহার সভাপতি রিপ্রচাই মারমা, মারমা যুব কল্যাণ সংঘ ক্লাবের সভাপতি কংজরী মারমা, মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমা, সুইচিংমং মারমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।