কাবাডিতে ৫০ পয়েন্ট পেয়ে বিজয় লাভ করেছে পুলিশ একাদশ

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০১৯ ১২:২৯:৫১ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১১:৪২:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের আয়োজনে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত।

শুক্রবার বিকালে বান্দরবান রাজার মাঠে এই প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রীতি কাবাডি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।

এসময় খেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ আলী হোসেন,সিনিয়র সহকারি পুলিশ সুপার মো:রেজওয়ানুল  ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো:মোবাশ্বের হোসেন,সহকারি পুলিশ সুপার নিত্যানন্দ দাশ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরী,ওসি তদন্ত এনামুল হক ভুইয়াসহ প্রমুখ।

প্রীতি ম্যাচে পুলিশ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এসময় পৌরসভা একাদশ ২৯ পয়েন্ট এবং পুলিশ একাদশ দল ৫০ পয়েন্ট পেয়ে বিজয় লাভ করে।

প্রীতি ম্যাচ শেষে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের আয়োজনে এই প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রীতি কাবাডি ম্যাচের মধ্য দিয়ে আমরা বান্দরবানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম তরান্বিত করতে চাই। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার আরো বলেন,ক্রীড়ার মাধ্যমে আমরা অনেক অপরাধ কমাতে পারি। যারা খেলাধুলা নিয়ে সময় অতিবাহিত করে তাদের বেশিরভাগ ব্যক্তিই অপরাধমুলক কাজ থেকে অনেকটাই দূরে থাকে ,তাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে ক্রীড়া প্রতি আরো মনোযোগি হতে হবে।

খেলা শেষে বিজয়ী ও বিজীতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।