কেবল সার্টিফিকেট অর্জন করলেই হবে না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে : নব বিক্রম কিশোর ত্রিপুরা

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০১৯ ০২:৫৭:০৯ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০২:০০:৪০
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি আজ রোববার   সকালে  বাঘাইছড়ি সদর উপজেলা মসজিদ ও কাচালং সরকারি কলেজের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন। 

পরে তিনি ২০১৯-২০ শিক্ষা বর্ষে একাদশ  শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের বরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান এর সভাপতিত্বে  এতে আরো উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো;শাহীনুল ইসলাম,সদস্য বাস্তবায়ন মোঃহারুনুর রশীদ, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, মেয়র জাফর আলী খান,বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো;মুজিবুল আলম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলী হোসেন  গন্যমান্য ব্যাক্তি বর্গ অভিভাবক  সহ প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী বৃন্দ।

নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেন, দেশে একশোটির বেশী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে তার একশতটি চলমান, প্রায়  বিশ্ববিদ্যালয় লেখাপড়ার চেয়ে  টাকার গুরুত্ব বেশী দেয় কিছু কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেট বাস্তব জীবনে কোন কাজে আসে না, তাই তোমাদের ভালো ভাবে লেখা পড়া করে প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে  দেশের কর্নধার, তাই তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন মানুষকে অনেক দুর নিয়ে যায়।
অনুষ্ঠান শেষে তিনি অডিটোরিয়াম এর আসবাব পত্র ও রোবার স্কাউট এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কলেজ ইউনিট কে ষাট হাজার টাকা প্রধান করবেন বলে আশ্বাস দেন।