রোয়াংছড়িতে ক্রেডিট ইউনিয়নের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০১৯ ০৭:৫২:৩৯ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:৪৪:৩৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবানের রোয়াংছড়িতে একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (প্রস্তাবিত) এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা উপজেলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।

সমবায় শক্তি, সমবায় মুক্তি শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা টাউন  হলের প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের স্থানে এসে শেষ হয়।

পরে ব্যবস্থাপনা কমিটি সদস্য ধীরেন্দ্র ত্রিপুরা সঞ্চালনায় উপজেলা টাউন হলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় একতা ক্রেডিট ইউনিয়নের সভাপতি থোয়াইনুমং মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের বান্দরবান জেলা অফিসের আইসিডিপি সিএইচটি ব্যবস্থাপক সমিরন কান্তি,সাচিংউ মার্মা,রোয়াংছড়ি থানা এএসআই আক্য রাখাইন,রোয়াংছড়ি উপজেলা সিডিও,কারিতাস আইসিডিপি সিএইচটি ব্যবস্থাপক যোসেফ প্রীতি কান্তি ত্রিপুরা,একতা ক্রেডিট ইউনিয়নে সাধারণ সম্পাদক যৌথান খিয়াং, অলকারানী তঞ্চঙ্গ্যা,আলেক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুচমং মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, সঞ্চয় ও ঋণ কাযর্ক্রম সঠিকভাবে পরিচালনায় সমবায় অধিদপ্তরের রেজিস্টেশন করে সরকারের নিয়ম নীতি পালনের মধ্যে দিয়ে সমিতিকে শক্তিশালী করতে হবে ।