কাপ্তাইয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০১৯ ০৮:৩১:০৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৫:২০:৪৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শিপন মিয়া (২২)। শুক্রবার সকালে কাপ্তাই-রাঙামাটি সড়ক এবং নৌ-বাহিনী ক্যাম্প রোড সংলগ্ন বনশিল্প উন্নয়ন কেন্দ্রের পরিচালকের বাংলোর বারান্দার পাশে ঘটনাটি ঘটে। নিহত শিপন কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা আজগর আলীর ছেলে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মানুষশূন্য বাংলোটির বারান্দার ধারে শিপনের লাশ দেখতে পায় এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে কাপ্তাই ফাঁড়ির পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্যহাতির অতর্কিত আক্রমণে শিপনের নির্মম মৃত্যু হয়। তার লাশের বুকে ও পিঠে হাতির পায়ে পিষ্টের মারাত্মক আঘাতের ক্ষত পাওয়া গেছে। লাশ উদ্ধারকালে ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকায় বন্যহাতির তান্ডব বেড়েছে। কাপ্তাইয়ের নেভীক্যাম্প এলাকার আশেপাশে, রাইখালী, ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় বন্যহাতির আক্রমণের আতঙ্কে ভূগছেন, এলাকার মানুষ।