শত্রুতার আগুনে পুড়ল অসহায় মহিলার বসতঘর

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০১৯ ০৮:৩৬:৩০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ১০:৩৮:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দু পাড়া এলাকায় আগুন লেগে গুন্না নাথ (৫৫) নামে এক স্বামী পরিত্যক্ত, নিঃসন্তান ও অসহায় মহিলার ঘর পুড়ে গেছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক বলেন, রাত ১টা ৩০মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হয়।

সুত্রে জানা যায়, বাড়িতে আমি একা থাকতো গুন্না নাথ। স্বামী সন্তান কেউ নাই তার। মাঝেমধ্যে দিনে কাজকর্ম শেষে রাত হলে পাশে ভাইয়ের ঘরে থাকতো। রাতে পার্শ্ববর্তী ছোট ভাই পূর্ণ চন্দ্র নাথের বাড়িতে ঘুমাতে যাই তিনি। ঘরে বিদুৎ নেই  এবং রাতে কোন রান্নাবান্না করিনি বলে জানান গুন্না নাথ। তিনি আরো জানান, কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা। আমার মনে হয় কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। বসতঘরের পশ্চিম-দক্ষিণ কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

এদিকে লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন আগুন লাগার ঘটনার বিষয় স্বীকার করে  দুঃখ প্রকাশ সহ নিন্দা জানিয়েছেন।