খাগড়াছড়িতে স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশঃ ০৬ অক্টোবর, ২০১৯ ০১:০৩:৩৫ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৯:০২:৩৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন। একই সাথে আসামীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামীর নাম মোঃ রফিক(৫২)। তিনি খাগড়াছড়ি জেলা শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত হাজী হাছিউর রহমানের ছেলে। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৮ সালের ২২ এপ্রিল নিজ বাসায় যৌতুকের জন্য স্ত্রী আনোয়ারা বেগমকে মারাত্মক মারধর করে স্বামী মোঃ রফিক। এই ঘটনায় বাদী হয়ে আনোয়ারা বেগম খাগড়াছড়ি সদর থানায় স্বামীকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২১ মে মোঃ রফিককে আসামী করে চার্জশীট দেন। পরে মামলা চলাকালীন ৬জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়। পরে রোববার এ রায় প্রদান করা হয়।