খাগড়াছড়িতে বিশ্ব জলবায়ু ধর্মঘটের পক্ষে মানববন্ধন

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:১১:৩০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:৪২:২৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম” স্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব জলবায়ু ধর্মঘটের পক্ষে পালনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সনাক-টিআইবি মানববন্ধনের আয়োজন করে।

সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, লালসা চাকমা বক্তৃতা করেন।

বক্তারা, বাসযোগ্য পৃথিবী গড়তে উষ্ণতা হ্রাসের পাশাপাশি যেসব রাষ্ট্র বৈষ্ণিক উষ্ণতার জন্য দায়ি তাদের প্রতিশ্রুতি ক্ষতিপূরণ আদায়ে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।