বান্দরবানে সকাল থেকেই বৃষ্টি, জনজীবন বির্পযস্ত

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:০৮:৩৬ | আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ ০১:০৩:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দেশের বিভিন্ন স্থানের মত সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর বর্ষণে দুর্ভোগে পড়েছে   বান্দরবানের সাধারণ মানুষ।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় বান্দরবানের বিভিন্ন স্থানে থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এতে জনজীবন ব্যাহত হচ্ছে। বৃষ্টির এ ধারা গত কয়েকদিন ধরে অব্যাহত থাকতে রয়েছে। বৃষ্টির কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ জনসাধারণ ঘর থেকে বাইরে যাচ্ছে না।

এদিকে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী কয়েকদিন এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।