খাগড়াছড়িতে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৪৯:৩৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৩১:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  কেজিএফ’র সিআরপি-১, হিল এগ্রিকালচার কম্পোনেন্ট-৩এর অর্থায়নে আজ মঙ্গলবার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির হলরুমে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মর্তুজ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম রহমান ও কৃষক থোয়াইমং মারমা প্রমুখ। মাঠ দিবসের অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন কৃষক অংশ নেয়।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন টমেটো চাষের পদ্ধতি, পরিচর্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  আলোচনা শেষে কৃষকদের ফসলের মাঠ পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।