তন্টু মনি চাকমার মুক্তি দাবি জনসংহতি সমিতির

প্রকাশঃ ১১ মে, ২০১৮ ১১:৫১:০০ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ০৩:৪৮:৫৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। আজ দুপুরে রাঙামাটি শহরের  কল্যণপুর থেকে আটক জেএসএস নেতা তন্টু মনি চাকমার নি:শর্ত মুক্তি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সংগঠনটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, আজ ১১ মে ২০১৮ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় যৌথ বাহিনীর একদল সদস্য কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের কল্যাণপুরস্থ নিজ বাসা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ সদস্য সুঅতিশ চাকমা ওরফে তন্টু মনিকে গ্রেফতার করেছে।

কোন মামলা ও ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও যৌথ বাহিনী কর্তৃক এভাবে গভীর রাতে তন্টু মনি চাকমাকে ঘুম থেকে তুলে গ্রেফতারের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই গ্রেফতার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অবিলম্বে তন্টু মনি চাকমাকে নি:শর্তে মুক্তি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছে। সেই সাথে সন্ত্রাসী খোঁজার নামে যৌথ বাহিনীর অভিযানে নিরীহ মানুষের উপর হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানাচ্ছে।