সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৩ অগাস্ট, ২০১৯ ০৬:০৪:০৪ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৫:৩৯:০১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হিন্দু সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকালে রাঙামাটি শাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে জন্মষ্টমী উপলক্ষে মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান ও মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা সভাপতিত্বে এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, অতিরিক্ত পুলিশ সুপার সুপার মাঈনউদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, জেলা প্রশাসনের বনেডিসি এনডিসি উত্তম কুমার দাশ, আরডিসি পল্লব হোম, রাঙামাটি পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারন সম্পাদক স্বপন কান্তি মহাজনসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, সকল ধর্মের বাণীই হচ্ছে শান্তির। মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, একে অপরের মঙ্গল কামনা করা এটা ধর্মেরই একটা অংশ। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, এখানে যাতে সকলের সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক- সম্প্রীতির বন্ধর অটুট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা তবলছড়ি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাঙামাটির বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।