ডেঙ্গু রোগ প্রতিরোধে বান্দরবানে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

প্রকাশঃ ১৯ অগাস্ট, ২০১৯ ০৬:২৪:৫৯ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৪:০৬:২৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সারাদেশে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় আর এডিস মশার প্রভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ রাখতে এবং সচেতন করতে বান্দরবানে ডেঙ্গু রোগ প্রতিরোধে মাইক্রোবাস,জীপ,পিক-আপ মালিক ও চালক সমিতির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার সকালে বান্দরবানে মাইক্রোবাস,জীপ,পিক-আপ মালিক ও চালক সমিতি ও স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ওসি তদন্ত এনামুল হক ভুইয়া, ট্রাফিক পরিদর্শক (টিআই) সালাহ্ উদ্দিন মামুন, বান্দরবান ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান বাবুল, মাইক্রোবাস,জীপ,পিক-আপ মালিক সমিতির (সিরিয়াল কমিটির) আহবায়ক নেজাম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ হানিফসহ বিভিন্ন বাস, মাইক্রো ও কার মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ।

পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযানে বান্দরবান মাইক্রোবাস,জীপ,পিক-আপ স্টেশন ও এর আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু রোগ থেকে সকলকে সুস্থ ও সচেতন থাকতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।