বান্দরবানে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০১৯ ০৪:২৬:১৬ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৬:৫৬:০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে সকাল ৭টায় স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মী ও সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপরই বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে জমায়েত হয়।

শোক র‌্যালী শেষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ৩০০ নং আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো: শফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা সহ সরকারি বেসরকারি কর্মকর্তা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ গণভোজের আয়োজন করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ।