রাঙামাটিতে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০১৯ ১২:৩১:৩৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৩০:১০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র ঈদুল আযহা  যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেয়া হয়েছে রাঙামাটিতে। পবিত্র আযহার দিনে রাঙামাটি শহরের প্রধান ৩টি মসজিদ ছাড়াও এলাকা ভিত্তিক মসজিদগুলোতে  ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কোতয়ালী থানা মাঠে ঈদুল আযহার অনুষ্ঠিত হবে। এখানে সকাল ৮টায় ও ৯টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রিজার্ভ বাজার মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং বনরূপা আদালত প্রাঙ্গনে সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি, ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি এবং পুরানপাড়া সরকারী প্রাথমিক স্কুল মাঠে সকাল সাড়ে ৮ায় টায় ১টি ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে নামায মসজিদে অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতের এলাকাকে সুসজ্জিত করার ব্যবস্থা নিতে পৌরসভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদের জামাতের জন্য নির্বাচিত স্থানে মুসল্লিদের অজু করার জন্য পানি ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ঈদের দিন ঈদ জামায়াতের জন্য নির্ধারিত স্থানগুলোতে প্রয়োজনে সময়মত পানি ছিটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ফায়ার সার্ভিসকে অনুরোধ জানানো হয়।