রাঙামাটিতে ডেঙ্গু রোগী সংখ্যা বেড়ে ২৮

প্রকাশঃ ১০ অগাস্ট, ২০১৯ ০৩:০৯:৫৭ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৬:৫২:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কয়েকদিনের ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৮ জন। তবে পরিস্থিতি মোকাবেলায় চলছে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান। চিকিৎসার ফলে আক্রান্ত হলেও এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কারও প্রাণহানি ঘটেনি। চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষা করে আরেক রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত করা গেছে। জেলায় এর আগে ২৭ জনসহ এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮। এদের ১০ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার এসব বিষয় নিশ্চিত করেছেন।