রাঙামাটিতে রোবটিক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ মে, ২০১৮ ১২:৫৯:০২ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৫:০২:৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ১০ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার রাঙামাটিতে প্রথমবারের মত রোবটিক্স বিষয়ক কর্মশালার আয়োজন করে, বাংলাদেশের প্রথম রোবটিক্স গবেষণা ও প্রশিক্ষণ সেন্টার Planeter Ltd. আজ সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রোবটিক্স বিষয়ে প্রাথমিক ধারনা লাভ করে৷
""Robotics For Beginners" শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন Planeter Ltd. এর Robossador ও রাঙামাটি সায়েন্স ক্লাবের চেয়ারপার্সন সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷

Arduino Maker UNO এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দেয়ার পাশাপাশি কিছু live project উপস্থাপন করা হয় আজকের কর্মশালায়৷

আজ সকাল থেকে বৈদ্যুতিক সমস্যা ও বৈরী আবহাওয়া থাকা স্বত্তেও, অংশগ্রহণকারীদের আগ্রহের মধ্যে আগ্রহের কোন কমতি ছিলোনা৷রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি, রাঙামাটি সরকারি কলেজ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রাঙামাটির ছাত্র ছাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করে৷

অনলাইনে ৫৫ জন রেজিষ্ট্রেশন করলেও কর্মশালায় সুযোগ দেয়া হয় ২১ জন ছাত্র ছাত্রীকে৷ভবিষ্যতেও এমন আরো শিক্ষনীয় বিষয় নিয়ে কর্মশালা ও প্রতিযোগীতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা৷

রাঙামাটি পাবলিক কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে সহযোগীতা করার জন্য৷

উল্লেখ্য, Planeter Ltd. Rangamati Science Club (RSC)এর সম্মিলিত প্রচেষ্টায় একাধিক কর্মশালা ও প্রশিক্ষণের সুযোগ পাবে রাঙামাটির ছাত্র ছাত্রীরা৷