জীবন এর “হ্যালো ক্যাম্পাস” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০১৯ ০১:২৫:৩২ | আপডেটঃ ০৫ এপ্রিল, ২০২৪ ০৬:১৮:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ৯ আগস্ট র্পাবত্য অঞ্চলরে র্সবপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon"জীবন" তাদের  ক্যাম্পাস ভিত্তিকি র্কাযক্রম "হ্যালো ক্যাম্পাস" এর নবাগত সদস্যদের নিয়ে  একটি মত বিনিমিয় সভার আয়োজন করে। সভার শুরুতে নবাগত সদস্যদের  সংগঠন সর্ম্পকে বিস্তারিত ধারণা ও সংগঠনরে যাবতীয় র্কমকান্ড সর্ম্পকে অবহিত করা হয়৷

Jibon"জীবন এর সমন্বয়ক মোবারক হোসনে রানা অনুষ্ঠানের সঞ্চালনা এবং সভাপতিত্ব করনে সাধারণ সম্পাদক সাজিদ-বিন - জাহিদ (মিকি) । সভায়  সংগঠনরে সদস্যদের উপস্থিতিতে  নবাগত সদস্যদের জন্য প্রশ্নোত্তর পর্বের  আয়োজন করা হয় ৷প্রশ্নোত্তর র্পবে প্রশ্ন রাখেন সংগঠনের বর্তমান সদস্যরা৷

অনুষ্ঠানে বিজয়ীদের  সংগঠনের  পক্ষ থেেক ব্যাজ পরিয়ে সম্মানিত করা হয়৷ সংগঠনের  কাছে নবাগত সদস্যরা তাদের চাহিদা তুলে ধরেন। রাঙামাটি পাবলিক কলেজে পরিচালিত  হ্যালো ক্যাম্পাস হতে এই নবাগত সদস্যরা সংগঠনে অর্ন্তভুক্ত হতে আগ্রহ প্রকাশ করে৷ সংগঠনে সদস্যদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন  র্কাযকরী সদস্য ওয়াইছ উদ্দিন, মনির  গাজী, পলি ত্রিপুরা৷ নবাগত সদস্যদের উদ্দ্যেশে আরো বক্তব্য রাখনে হ্যালো ক্যাম্পাস টীমের সমন্বয়ক তাহসিন হোসেন কবির৷

ভবিষ্যতে রাঙামাটির  পাশাপাশি অন্যান্য জেলা শহরগুলোতে এই র্কাযক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা৷