খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালনে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০১৯ ০৭:১০:৩১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:৪২:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপযাপনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আঞ্চলিক একাধিক সংগঠন। শুক্রবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে মহিলা কলেজ এলাকা থেকে র‌্যালী বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। র‌্যালীটি শহরের শাপলা চত্বরের দিকে যেতে চাইলে শহীদ কাদের সড়কে পুলিশের বাধার মুখে ঘিরে গিয়ে য়ংড় বৌদ্ধ বিহারের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সম্বয়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি শাখার সভাপতি কৎপ্রুসাই মারমা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের পক্ষে নক্ষত্র ত্রিপুরা।

একই সময় শহরের শাপলা চত্বর থেকে রাষ্ট্র বিরোধী আদিবাসী শব্দের ব্যবহার বন্ধের দাবিতে ও দিবস পালনের প্রতিবাদে বিক্ষোভ করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি মো. আসাদের সভাপতিত্বে কেন্দ্রীয় সাবেক সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মানবেন্দ্র নারায়ণ লারমা সমর্থিতরা।