“জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে”

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০১৯ ০১:৫৭:০৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:২২:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি: বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে  তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়   খাগড়াছড়ি সদর  উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,     দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা,গুইমারা উপজেলা চেয়ারম্যান উশৈ প্রু মারমা,লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বিরোত্তম তংচঙ্গা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যানরা বলেন, উপজেলা পরিষদ মুলতঃ এখনো অকার্যকর একটি প্রতিষ্ঠান। তারা বলেন, জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও এখনো সেভাবে জনগণের উন্নয়নে কোন প্রকার ভুমিকা রাখা যাচ্ছেনা।

তারা জানান, উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে বা তোয়াক্কা না করে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের যে কর্মকান্ড পরিচালিত করে, যা দুঃখজনক। স্থানীয় এসব উন্নয়ন প্রতিষ্ঠানের বিসাতাসুলভ আচরনে আমরা বিস্মিত হই। পরিষদ চেয়ারম্যানরা মনে করেন, স্থানীয় সরকার পরিষদের এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনে সরকার অতিদ্রুতই একটি কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। তাছাড়া, রাজস্ব তহবিল অর্থ সংকটের কারনে উপজেলা পরিষদের বেতন ভাতা থেকে শুরু করে অর্থ সংশ্লিষ্ট সব কাজ ব্যাহত হচ্ছে। কোন কোন উপজেলায় বেতনভাতাও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।

তারা অভিযোগ করে বলেন, সমতলের উপজেলা পরিষদ ১% ভুমি হস্তান্তর, ২% ভুমি উন্নয়ন কর ও ৪১% হাটবাজার ইজারালব্দ অর্থ পেলেও, প্রেক্ষাপট ভিন্নতায় পাহাড়ী উপজেলা সেসব কর থেকে বঞ্চিত হচ্ছে। এটির সমাধান হওয়াও জরুরী বলে মতবিনিময় সভায় চেয়ারম্যানগণ মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার ২৬ উপজেলার মধ্যে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানহ ১৪ জন উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানের শুরুতে তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।