বান্দরবানে জ্বরের পরীক্ষা করতে এসে ধরা পড়ল ডেঙ্গু

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০১৯ ০১:১৪:৫৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১০:৪১:৪৩
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবান জেলা শহরের বালাঘাটা হাই স্কুল পাড়ার বাসিন্দা কারিতাস বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার উচিংনু মার্মা বান্দরবান ইমানুয়েল মেডিকাল সেন্টারে জ্বরের পরীক্ষা করতে এসে ধরা তার শরীরে ধরা পড়ল ডেঙ্গু রোগের জীবাণু।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উচিংনু মার্মা ইমানুয়েল মেডিকাল সেন্টারের রক্ত পরীক্ষা নিতে আসে। এসময় তিনি শরীরের বিভিন্ন স্থানে ব্যাথার কথা  ডা: প্রসেনজিৎ কে জানান।  ডা: প্রসেনজিৎ তাকে প্রাথমিক চেক করে ডেঙ্গু টেস্ট করার পরামশ দেন।  পরে ডেঙ্গু পরীক্ষা করার  পর উচিংনু মার্মার কাছে ডেঙ্গু রোগের জীবানু পাওয়া যায় বলে জানান ইমানুয়েল মেডিকেল সেন্টারের টেকনোলজিস্ট  লাল ময় বম।

এদিকে ইমানুয়েল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান লক্ষীপদ দাশ জানান,উচিংনু মার্মা বান্দরবানে বসাবাস করেন তিনি গত ২-৩ মাসে বান্দরবানে বাহিরে জাননি। ধারণা করা যাচ্ছ ডেঙ্গু রোগী বর্তমানে বান্দরবানে ও ছড়িয়ে পড়ছে।তিনি আরো জানান,  ধারনা করা হচ্ছে আরো কয়েকজন ডেঙ্গু রোগী বান্দরবানে পাওয়া যেতে পারে।
এদিকে জেলায় ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়ায় আতংকিত হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা।